ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে হত্যার মামলায় গ্রেপ্তার দুই ভাই সজীব বেপারী ও রাজীব বেপারীকে কারাগারে পাঠানো হয়েছে। পাঁচ দিনের রিমান্ড শেষে শনিবার ঢাকা মহানগর হাকিম মনিরুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সেদিন তাদের আদালতে হাজির করেন কোতয়ালী থানার ওসি মো. মনিরুজ্জামান। এ সময় সজীব বেপারী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে বিচারক তা গ্রহণ করেন। আদালতের কোতয়ালী থানার প্রসিকিউশন বিভাগের এসআই তানভীর মোর্শেদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
গত ৯ জুলাই ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জেরে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে কংক্রিটের বোল্ডার দিয়ে সোহাগকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনা হয়।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হত্যাকাণ্ডে জড়িতরা সবাই সোহাগের পূর্ব পরিচিত এবং একসময় তার ব্যবসার সহযোগী ছিলেন। ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, ব্যবসায়িক দ্বন্দ্ব ও ব্যক্তিগত আক্রোশ থেকেই এ হত্যাকাণ্ড ঘটে।
এ ঘটনায় সোহাগের বড় বোন কোতয়ালী থানায় মামলা করেন, যেখানে ১৯ জনকে আসামি করা হয়। এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্য গ্রেপ্তারকৃতরা হলেন— মাহমুদুল হাসান মহিন (৪১), তারেক রহমান রবিন (২২), নান্নু গাজী (২৫), রেজওয়ান উদ্দিন অভি অভিজিৎ বসু (৩৫), মো. টিটন গাজী (৩২), আলমগীর (২৮) এবং মনির ওরফে লম্বা মনির (৩২)।