টাঙ্গাইলে ভুল ট্রেনে ওঠা নারীকে দলবেঁধে ধর্ষণ: ৩ জন গ্রেপ্তার

ঢাকা থেকে ভুল ট্রেনে চড়ে টাঙ্গাইলে ধর্ষণের শিকার নারী, পুলিশ ৩ আসামিকে আটক করেছে।

শুক্রবার রাতে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে এক নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন উর রশীদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাসিন্দা ওই নারী চট্টগ্রাম যাওয়ার জন্য ঢাকা এয়ারপোর্ট রেলস্টেশন থেকে ভুলবশত উত্তরবঙ্গগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েন। পরে টাঙ্গাইল স্টেশনে নেমে পুলিশকে বিষয়টি জানান।

পুলিশের বর্ণনা অনুযায়ী, এক সিএনজি চালক তাকে প্রথমে স্টেশনের পিছনে কাঠবাগানে নিয়ে ধর্ষণ করে। পরে আরও দুইজন মিলে ব্রাহ্মণকুশিয়ার এক বাড়িতে নিয়ে গিয়ে দলবেঁধে ধর্ষণ করে। ভোররাতে নারী পুলিশকে খবর দিলে অভিযান চালিয়ে দুলাল চন্দ্র, সজিব খান ও রুপু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

টাঙ্গাইল থানার ওসি তানভীর আহমেদ বলেন, নারী বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। আসামিদের আদালতে পাঠানো হবে।

ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ফাতেমা রহমান বিথী বলেন, নারী নির্যাতন বেড়ে যাওয়ায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।