ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুমিল্লাপাড়া সীমান্ত থেকে আনুমানিক পাঁচ কোটি ৮৩ লাখ টাকার ৩১টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। তবে অভিযুক্ত ব্যক্তি ভারতে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার ভোরে কুমিল্লাপাড়া বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে ভোর সাড়ে ৫টার দিকে এক ব্যক্তিকে তিনটি পোটলা হাতে সীমান্তের দিকে যেতে দেখা যায়। বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে তিনি পোটলা ফেলে ভারতের দিকে পালিয়ে যান।
পরে পোটলাগুলো তল্লাশি করে চার কেজি ২০৩ দশমিক ১১ গ্রাম ওজনের মোট ৩১টি সোনার বার উদ্ধার করা হয়। বিজিবির তথ্য অনুযায়ী, এর বাজারমূল্য আনুমানিক পাঁচ কোটি ৮৩ লাখ তিন হাজার টাকা।
বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আবু হানিফ মো. সিহানুক জানান, জব্দ করা সোনার বারগুলো মহেশপুর থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে জব্দ তালিকাভুক্ত করে ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।