মির্জাপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু, গ্রেপ্তার ১

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম।

নিহত ফুলমালা (৬০) ওই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। গ্রেপ্তার করা হয়েছে তার ছেলে ইউনুস মণ্ডলকে (২৫)।

নিহতের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে ছোট ভাই ইউনুস মণ্ডলকে আসামি করে মির্জাপুর থানায় মামলা করেছেন।

মামলার বরাতে ওসি রাশেদুল জানান, ইউনুস মণ্ডল পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হলেও কোনো কাজ করত না। বরং মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে মায়ের সঙ্গে মাঝে-মধ্যে তার বাকবিতণ্ডা হত।

শুক্রবার সন্ধ্যায়ও মা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় ইউনুস ক্ষুব্ধ হয়ে বাঁশের লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা পুলিশে জানায়।

নিহতের লাশ উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ইউনুস মণ্ডলকে গ্রেপ্তার করে শনিবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।