মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের পর্যাপ্ত সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার বিকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “মাদক আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। মাদক আটকের সংখ্যা অনেক বেড়েছে, কিন্তু শুধুমাত্র বহনকারীরাই ধরা পড়ছে। গডফাদাররা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এর পেছনে আমাদের কিছু সংস্থার দায়ও রয়েছে। আমরা সবার কাছ থেকে সবধরনের সহযোগিতা পাচ্ছি না।”
তবে কারা সহযোগিতা করছে না—সে বিষয়ে সরাসরি কিছু বলতে রাজি হননি উপদেষ্টা। তিনি বলেন, “কাদের থেকে সহযোগিতা পাচ্ছি না, এটা আপাতত বলতে চাচ্ছি না।”
মাদক নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে বৈঠকে গুরুত্বসহকারে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের প্রশিক্ষণ আগামী আগস্ট থেকে ধাপে ধাপে চলবে বলে জানান উপদেষ্টা।
নির্বাচনের আগে পুলিশের বদলি নিয়ে প্রশ্নে তিনি বলেন, “বদলি একটি নিয়মিত প্রক্রিয়া। এটা সবসময়ই হচ্ছে। নির্বাচনের আগে হলে তা আপনারা জানতে পারবেন।”
গুলশানে চাঁদা তুলতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ কয়েকজন গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, “চাঁদাবাজ যত বড়ই হোক, যে দলেরই হোক, কোনো ছাড় নেই। গুলশানে চাঁদাবাজদের কি ছাড় দিয়েছি? কেউই ছাড় পায়নি, পাবে না।”