উত্তরায় আহতদের চিকিৎসায় ভারতে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফিরল ভারতীয় মেডিকেল টিম

উত্তরায় যুদ্ধবিমান দুর্ঘটনায় আহতদের ‘প্রয়োজনে’ ভারতে নিয়ে চিকিৎসার আশ্বাস দিয়ে ঢাকা ছেড়েছে ভারতীয় চিকিৎসক দল।

সোমবার এক বার্তায় ঢাকার ভারতীয় হাই কমিশন জানায়, “নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদরজং হাসপাতালের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত চার সদস্যের ভারতীয় মেডিকেল টিম বাংলাদেশে তাদের কার্যক্রম শেষ করে আজ সন্ধ্যায় ভারতে ফিরে গেছে।”

হাই কমিশনের ভাষ্য অনুযায়ী, ২১ জুলাই ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তার প্রতিশ্রুতির ভিত্তিতে এই চিকিৎসক দলটি ২৩ জুলাই বাংলাদেশে আসে।

চিকিৎসক দলের ঢাকায় অবস্থানকালীন কার্যক্রম সম্পর্কে জানিয়ে বলা হয়, “ভারতীয় মেডিকেল টিমটি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে কাজ করেন। তারা আহতদের জন্য বিশেষায়িত চিকিৎসা পরামর্শ দিয়েছেন।”

হাই কমিশন জানায়, “ভারতীয় দলটি জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছে এবং সংকটাপন্ন অবস্থার মুখোমুখি হওয়ার ক্ষেত্রে মতবিনিময় করেছে।”

বার্তায় আরও বলা হয়, “বাংলাদেশ চাইলে আহতদের জরুরি চিকিৎসা ও পুনর্বাসনে ভারতে আরও সহায়তা দেওয়া হবে। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে ভারতে নেওয়ার ব্যবস্থাও করা হবে।”

হাই কমিশনের ভাষ্য, “বাংলাদেশে এ ধরনের শোকাবহ ঘটনার প্রেক্ষাপটে ভারতীয় মেডিকেল টিমের এই সফর দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক এবং পারস্পরিক সহানুভূতির প্রতিচ্ছবি।