বগুড়ায় যুবদলের নেতাকে মুখোশধারী দুষ্কৃতকারীদের কুপিয়ে জখম, বিক্ষোভের ডাক

বগুড়া সদর উপজেলায় অতুল চন্দ্র দাস নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সাবগ্রাম হাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত অতুল চন্দ্র দাস বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক। তিনি শহরের নবাববাড়ি সড়কে বিএনপির দলীয় কার্যালয় থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সাবগ্রাম হাটে ওষুধ কিনতে থামলে চারটি মোটরসাইকেলে আসা অন্তত আটজন মুখোশধারী দুর্বৃত্ত অতুলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অতুলকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলিও ছোড়ে। স্থানীয়রা আহত অতুলকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়।

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করে।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বগুড়া জেলা যুবদল। সংগঠনটির সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, “এই হামলা ছিল পূর্বপরিকল্পিত এবং হত্যার উদ্দেশ্যে। অতুলের মাথায় ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করা হয়েছে। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার না করলে যুবদল কঠোর কর্মসূচি ঘোষণা করবে।”

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, “দুর্বৃত্তরা সবাই মুখোশ পরে ছিল। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এদিকে এই হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে যুবদল।