বাবাকে কুপিয়ে জখম করার ঘটনায় ছেলে গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে বাবাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় ছেলে কামরুজ্জামান রুবেল (৩৮)কে গ্রেফতার করেছে র‍্যাব-১। রোববার (২৯ জুন) বিকেলে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের দেবই বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. কামরুজ্জামান রুবেল গাজীপুরের কালীগঞ্জ থানার খালপাড়া এলাকার  নাজিম উদ্দিনের ছেলে।

র‌্যাব-১ এর কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘সম্প্রতি ছেলের হাতে পিতাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৬ জুন কালীগঞ্জ থানার দায়ের করা মামলায় তার ছেলে কামরুজ্জামান রুবেলকে আসামি করা হয়েছে।
তিনি আরও বলেন, গত ২৯ জুন বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের দেবই বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এই মামলার এজাহারনামীয় আসামি কামরুজ্জামান রুবেলকে গ্রেফতার করে র‌্যাব-১ এর পূর্বাচল ক্যাম্পের একটি টিম।