যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগামী ১৫ আগস্ট আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন। ট্রাম্প নিশ্চিত করেছেন, এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে ইউক্রেন যুদ্ধের অবসান।
শুক্রবার হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের সঙ্গে আলোচনার সময় ট্রাম্প বলেন, “আমরা রাশিয়ার সঙ্গে একটি বৈঠক করতে যাচ্ছি। আমরা রাশিয়াকে দিয়েই শুরু করব।” তিনি ইঙ্গিত দেন, যেকোনো শান্তিচুক্তির জন্য হয়তো “কিছু অঞ্চল বিনিময়” প্রয়োজন হতে পারে—যা ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের মধ্যে বিতর্কের সৃষ্টি করেছে।
ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ক্রিমিয়া, দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক ও জাপোরিঝঝিয়ার মতো রাশিয়ার দখলে থাকা অঞ্চল ছেড়ে দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে। তবে পুতিনের শর্ত, ২০১৪ সালের পর থেকে দখলকৃত অঞ্চলগুলোর কিছু ইউক্রেনকে ফেরত দেওয়া যেতে পারে।
পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার কারণে এই বৈঠককে ঘিরে প্রশ্ন উঠেছে। যদিও যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় এবং এর কর্তৃত্ব মানে না। ট্রাম্প জানিয়েছেন, আলাস্কায় তিনি পুতিনকে স্বাগত জানাবেন।
এর আগে ২০১৯ সালে ট্রাম্প-পুতিনের সর্বশেষ সরাসরি বৈঠক হয়েছিল।