সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিতে অস্ট্রেলিয়ার ঘোষণা

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সোমবার ঘোষণা করেছেন, আসন্ন সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার অনুরূপ ঘোষণার পর এ সিদ্ধান্ত ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়াবে বলে রয়টার্স জানিয়েছে।

অস্ট্রেলিয়ার প্রতিবেশী নিউ জিল্যান্ডও একই পদক্ষেপ বিবেচনা করছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স জানিয়েছেন, প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনের মন্ত্রিসভা সেপ্টেম্বরে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং তা জাতিসংঘ অধিবেশনে উপস্থাপন করবে।

ক্যানবেরায় মন্ত্রিসভার বৈঠকের পর আলবানিজ বলেন, দ্বি-রাষ্ট্রীক সমাধান, গাজায় অস্ত্রবিরতি এবং জিম্মিদের মুক্তির লক্ষ্যে গড়ে ওঠা আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি শর্ত দেন যে, ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রে ‘ইসলামি জঙ্গি গোষ্ঠী’ হামাস কোনোভাবে সম্পৃক্ত থাকবে না।

আলবানিজ জানান, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন— ফিলিস্তিন সমস্যার সমাধান রাজনৈতিক উপায়ে হতে হবে, সামরিক পথে নয়। তিনি ইসরায়েলের গাজা নিয়ন্ত্রণের সামরিক সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, আইনি ও নৈতিক দায়িত্ব পালনে ব্যর্থতা এবং আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করার কারণে অস্ট্রেলিয়া এই স্বীকৃতি দিতে আরও দৃঢ় হয়েছে।

ফিলিস্তিন কর্তৃপক্ষ শাসন সংস্কার, নিরস্ত্রীকরণ এবং সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে, পাশাপাশি গাজায় হামাসের শাসনের অবসান ঘটানোর আরব লীগের দাবির সঙ্গে একমত হয়েছে। এসব প্রতিশ্রুতিই স্বীকৃতির পথ সুগম করেছে বলে আলবানিজ মন্তব্য করেন।

অস্ট্রেলিয়ার আগে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা ঘোষণা করেছে যে, তারা সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। নিউ জিল্যান্ডও শিগগির এই তালিকায় যুক্ত হতে পারে।