স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, কখনও কখনও রাতে তার কাজ শেষ হতে ভোর হয়ে যায়। সেই সময় বাসায় খাওয়ার মতো কেউ না থাকায় তিনি বেশির ভাগ সময় ৩০০ ফুটের নীলা মার্কেটে যান হাঁসের মাংস খেতে। বেশি ভোর হয়ে গেলে নীলা মার্কেট বন্ধ হয়ে গেলে তিনি গুলশানের ওয়েস্টিন হোটেলে যান।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর ভিডিও বার্তায় নাম আসার প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা বলেন, ওই দিন তিনি ওই এলাকায় গিয়েছিলেন কি না, বিষয়টি মনে নেই। চাঁদাবাজির ঘটনার সিসিটিভি ফুটেজে হেলমেট পরা ব্যক্তিকে যদি তার সঙ্গে যুক্ত বলা হয়, তা কতটুকু বিশ্বাসযোগ্য, তা নির্ধারণ করা মুশকিল। তিনি আরও বলেন, তাঁর সঙ্গে ঘটনার কোনো সংশ্লিষ্টতা নেই এবং এ ধরনের অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
এদিকে জানে আলম অপুর স্ত্রী আনিসা জানান, ৩১ জুলাই রাত সাড়ে ১১টা থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত অপুকে বন্দী করে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপি নেতা ইশরাক হোসেন অপুকে জোর করে তুলে নিজের বাসায় ভিডিও করতে বাধ্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে থাকা কিছু ভিডিও-ছবিও ইশরাকের বাসার ভিডিও।
গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার জানে আলম অপুর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি পুরো ঘটনার বিবরণ দিয়েছেন। জানে আলম অপু বলেন, “গুলশানের চাঁদাবাজির ঘটনায় টাকার ব্যাগ নেওয়া আমি দেখেছি। ফুটেজে সমন্বয়কারীরা চাঁদাবাজিতে জড়িত ছিলেন। গত বছর যারা সমন্বয়ক ছিলেন, তারা এবারও জড়িত।”
তিনি আরও বলেন, “ওই দিন ভোর ৫টার সময় জোনের ডিসি-এসিকে জানিয়ে পুলিশসহ সাবেক সংসদ সদস্যের বাসায় অভিযান চালানো হয়েছে। অভিযানের আগে গুলশানের কোনো স্থানে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আমার কথা হয়েছিল কি না, তা এখনও প্রশ্ন হিসেবে আছে।”