ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে রাজনীতি নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে হল কমিটি ঘোষণা করেছে সেগুলো কার্যকর থাকবে বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার ছাত্রদলের ১৩ সদস্যের প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ডাকসু কেন্দ্রিক ছাত্ররাজনীতির রূপরেখা নির্ধারণের লক্ষ্যে উপাচার্যের সঙ্গে তাদের আলোচনা হয়েছে।
৯ অগাস্ট ছাত্রদল হল শাখার বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন করে ১৮টি হল শাখার কমিটি গঠনের ঘোষণা দেয়। এ ঘোষণার প্রতিবাদে শিক্ষার্থীদের একটি অংশ রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও উপাচার্যের বাসভবনের সামনে সমবেত হয়।
উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, ২০২৪ সালের ১৭ জুলাই নেওয়া হল-ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল থাকবে এবং প্রতিটি হল প্রশাসন নীতিমালার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ছাত্রদল সভাপতি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সাইবার বুলিং, গুপ্ত ছাত্ররাজনীতি ও ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের তদন্ত করবে। তারা জানিয়েছে, গুপ্ত ছাত্র রাজনীতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
রাকিবুল ইসলাম রাকিব আরও বলেন, “ছাত্রদল সচেতন ছাত্র সংগঠন হিসেবে সবসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আছে। হলগুলোতে আমাদের কমিটি বিদ্যমান থাকবে।” তিনি ছাত্রশিবিরের গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনার কথাও উল্লেখ করেন।
তিনি বলেন, আগামী শনিবারের মধ্যে ক্যাম্পাসে গুপ্ত ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা এবং নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আপডেট দেবে।
রাকিব ছাত্রদলকে মব ও সোশ্যাল মিডিয়ায় মিডিয়া ট্রায়ালের শিকার হওয়ার বিষয় উল্লেখ করে বলেন, “ছাত্রদলের হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে যে মব সৃষ্টি হয়েছিল, তার নেতৃত্ব প্রদানকারী ছিলেন জুলিয়াস সিজার তালুকদার।”