চাঁপাইনবাবগঞ্জে মহিলা হাফিজিয়া মাদ্রাসায় দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি মহিলা হাফিজিয়া মাদ্রাসায় অসুস্থ হয়ে দুই আবাসিক ছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের ডোবার মোড় এলাকার শেফালী বেগম নূরানি মহিলা হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নিহত দুই ছাত্রী হলেন— রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (১২) এবং বেগপুর গ্রামের সৈবুর রহমানের মেয়ে জামিলা খাতুন (১০)।

মাদ্রাসা কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মতিউর রহমান জানান, রাত দেড়টার দিকে হঠাৎ করে তানিয়া ও জামিলা অসুস্থ হয়ে পড়ে। তাদের পেটব্যথা ও বমির উপসর্গ দেখা দেয়। পরে একজন শিক্ষিকা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. আলিম বলেন, “ভোরের দিকে দুই ছাত্রীকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে জামিলা আগেই মারা যায়। তানিয়ার অবস্থাও আশঙ্কাজনক ছিল, চিকিৎসা শুরু হওয়ার আগেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।”

গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদ্রাসার পরিচালক মোহাম্মদ আশরাফ জানান, রাত ১১টার দিকে ছাত্রীরা ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর দুজনের বমি শুরু হয়। এরপর তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।