ধানমন্ডিতে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো রিকশাচালককে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

ধানমন্ডি ৩২ এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার হওয়া রিকশাচালক আজিজুর রহমানকে ২০২৪ সালের গণ আন্দোলনের সময়ের হত্যাচেষ্টার মামলায় শনিবার গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকার মহানগর হাকিম ইসরাত জেনিফার জেরিন শুনানি শেষে আজিজুরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ধানমন্ডি থানার এসআই মোহাম্মদ তৌহিদুর রহমান জানান, আজিজুরকে ২০২৪ সালের ৪ আগস্ট সাইন্সল্যাব এলাকার ভুক্তভোগী মো. আরিফুল ইসলামের উপর হামলার ঘটনায় করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি ধানমন্ডি থানায় গত ২ এপ্রিল দায়ের করা হয়।

আদালতে আজিজুরের পক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ধানমন্ডিতে মারধরের পর পুলিশের কাছে তুলে দেওয়ার আগে আজিজুর বলেন, “আমি কোনো দল করি না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। তাই এসেছি। আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি। হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়েই এসেছিলাম।”

জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন নিউ মার্কেট থেকে সাইন্সল্যাব এলাকায় যাচ্ছিলেন ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম। ওই দিন দুপুর ২টার দিকে আসামিরা গুলি, পেট্রোল বোমা ও হাতবোমা নিক্ষেপ করেন। গুলিবিদ্ধ হওয়ার পর তিনি দুই মাস ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং সুস্থ হন।