বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার বার্ষিকীতে স্মরণ করে শোক ও শ্রদ্ধা প্রকাশ করা শিল্পী ও সাংবাদিকদের ছবিতে জুতা নিক্ষেপ করেছে বিপ্লবী ছাত্র পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে শনিবার তাদের ছবিযুক্ত ব্যানার ঝুলিয়ে এই কর্মসূচি পালন করা হয়।
লাল ব্যানারে গায়ক লিঙ্কন (আর্টসেল), রাহুল আনন্দ, ক্রিকেটার সাকিব আল হাসান, সাকিব খান, চঞ্চল চৌধুরী, স্বাধীন খসরু, আব্দুন নূর তুষার, কচি খন্দকার, মেহের আফরোজ শাওন, শমী কায়সার, অরুণা বিশ্বাস, সুমন আনোয়ার, নাজিফা তুষি, সাজু খাদেম, মুমতাহিনা টয়া, পিয়া জান্নাতুল, আরশ খান, সুনেরাহ, ফারাবি হাফিজ, খাইরুল বাসার, ইরফান সাজ্জাদ, জাহের আলভি, সিয়াম (এসপি ক্রিয়েশন), পারসা ও মেহজাবিনসহ অনেকের ছবি রয়েছে। ব্যানারে লেখা আছে, “কালচারাল ফ্যাসিস্টদের বয়কট করুন।”
বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ বলেন, শুক্রবার তথাকথিত সেলেব্রেটিরা আওয়ামী লীগকে ‘নরমালাইজ’ করার জন্য মুজিব বন্দনায় ও শোকে নেমেছিল। তবে ২০২৪ সালের ১৫ অগাস্ট কোনো শব্দ বলেনি, কারণ ৫ অগাস্ট বাকশালী মুজিবের কন্যা হাসিনা পালিয়েছিলেন। সেদিন আওয়ামী লীগের নিশানা শেষ হয়ে যায়। তিনি বলেন, “এবার আওয়ামী লীগকে পুনরায় ফিরিয়ে আনার জন্য নতুন করে মুজিবকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। অথচ এই মুজিবকে দিয়েই তারা ফ্যাসিবাদ পুনরায় প্রতিষ্ঠা করেছিল। ‘ভালো মুজিব’ বলতে কিছু নেই; তাকে হত্যা না করলে আজকের এই গণতান্ত্রিক বাংলাদেশ পাওয়া যেত না।”
আবদুল ওয়াহেদ আরও জানান, ‘কালচারাল ফ্যাসিস্টরা সংঘবদ্ধ হয়ে লীগের টাকা খেয়ে শোক প্রকাশের সাহস দেখিয়েছে, কারণ সরকার গত এক বছরে কোনো ব্যবস্থা নেয়নি।’