সিলেটের ভোলাগঞ্জ কোয়ারি থেকে কোটি টাকার পাথর লুট: অজ্ঞাত দুই হাজার জনের বিরুদ্ধে মামলা

সিলেটের কোম্পানীগঞ্জে পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর লুটের অভিযোগে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার বিকালে খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)-এর মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীব বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলাটি করেন।

এজাহারে বলা হয়েছে, ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে বিপুল পরিমাণ পাথর লুট হয়েছে। তবে মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি, সব আসামিই ‘অজ্ঞাত’।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের মাহমুদ আদনান বলেন, “খনিজ সম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের ধরতে কঠোর অভিযান চালানো হবে।”