এক্সিম ব্যাংকের ৮৫৭ কোটি টাকা আত্মসাৎ: সাবেক চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতি দমন কমিশন (দুদক) এক্সিম ব্যাংকের ৮৫৭ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে। রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ থেকে সহকারী পরিচালক শাহজাহান মিরাজ এ মামলা করেন। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, ‘মদিনা ডেটস অ্যান্ড নাটস’ শাখার অসম্পূর্ণ ঋণ প্রস্তাবের বিষয়ে কোনো যাচাই-বাছাই বা স্টক রিপোর্ট ছাড়াই আসামিরা ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে ঋণ অনুমোদনের সুপারিশ করেছেন। তারা বোর্ডের অনুমোদন করিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন।

আসামিদের মধ্যে ব্যাংকের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট অফিসার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ডেপুটি ও অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টরসহ বিভিন্ন পদে থাকা কর্মকর্তারা রয়েছেন। এছাড়া সাবেক পরিচালক ও স্বতন্ত্র পরিচালকরা মামলার তালিকায় আছেন।

মামলায় অভিযোগ আনা হয়েছে দণ্ডবিধির ৪০৯ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন, ৫(২) ধারা এবং ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ৪(২) ও ৪(৩) ধারায়।

নজরুল ইসলাম মজুমদার নাসা গ্রুপের চেয়ারম্যান এবং ব্যাংক মালিকদের সংগঠন বিএবির সাবেক চেয়ারম্যান। ক্ষমতার পালাবদলের পর ১ অক্টোবর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ২৯ অগাস্ট এক্সিম ব্যাংকে তার পরিবর্তে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়, ফলে ১৭ বছর পর ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে তিনি সরেছেন। ২০০৭ সাল থেকে তিনি ব্যাংকটির চেয়ারম্যান পদে ছিলেন এবং ২০০৯ সাল থেকে বিএবির চেয়ারম্যান ছিলেন।