ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাম জোট।
সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন শেখ ইতি আফরোজ ইমি, যিনি আগের সংসদে শামসুন্নাহার হলের ভিপি ছিলেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু।
সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, যিনি এ নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি জানান, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র কাউন্সিল, ছাত্র যুব আন্দোলন, পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক ছাত্র মঞ্চ ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তাদের প্যানেল গঠন করা হয়েছে।
বাম জোট থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক। অন্য পদগুলোতে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তা মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানানো হবে।
ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম নেওয়ার শেষ দিন ছিল সোমবার। তবে শেষ সময়েও প্যানেল চূড়ান্ত করতে পারেনি জাতীয়তাবাদী ছাত্রদল। কেবল ভিপি পদে তিন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে, জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির সোমবার তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। ২৮ সদস্যের সেই প্যানেলে ভিপি পদে লড়বেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখার সভাপতি এস এম ফরহাদ।
তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। মনোনয়নপত্র গ্রহণের শেষ তারিখ ১৯ অগাস্ট, বাছাই হবে ২০ অগাস্ট এবং প্রার্থীদের তালিকা প্রকাশ হবে ২১ অগাস্ট। মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ অগাস্ট এবং চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৬ অগাস্ট।