রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্য দিয়ে সংঘর্ষ শুরু হয়, যা থেমে থেমে কয়েক ঘণ্টা ধরে চলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা রাস্তায় নেমে ইটপাটকেল ছোড়ে এবং লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে চারজন পুলিশ সদস্য ও দুই পক্ষের অন্তত ছয়জন আহত হন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে।
ঘটনার কারণে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে আবার স্বাভাবিক হয় বলে জানিয়েছেন ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক। বেলা দুইটার দিকে দুই পক্ষই রাস্তার বিপরীত পাশে অবস্থান নেয় এবং পুলিশ ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।
সংঘর্ষের কারণ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোস্তফা তারিকুজ্জামান জানান, গত রোববার একটি কোচিং সেন্টারে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির জের ধরেই আজকের সংঘর্ষ। তবে অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বলেছেন, ফুটবল খেলার মাঠে হওয়া বিরোধ থেকেই এ ঘটনা ঘটছে।