চীন সরকারের আমন্ত্রণে দলের সাত নেতাকে নিয়ে ছয় দিনের সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বর্তমানে মালয়েশিয়া সফররত নাহিদ ২৪ অগাস্ট দেশে ফেরার পর ২৬ অগাস্ট চীন সফর শুরু করবেন বলে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন।
চীন সফরের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেন এনসিপির শীর্ষ নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ।
তাহসীন রিয়াজ জানান, চীন সফর উপলক্ষ্যে যে বৈঠকটি হয়েছে সেখানে উপস্থিত সবাই চীন সফরকারী প্রতিনিধি দলে রয়েছেন। এছাড়া দলের সদস্য সচিব আখতার হোসেন প্রতিনিধি দলে থাকলেও ঢাকার বাইরে অবস্থানের কারণে বৈঠকে উপস্থিত থাকতে পারেননি।
তিনি আরও জানান, আগামী ২৬ অগাস্ট এনসিপির আট সদস্যের প্রতিনিধি দল চীন সফরে যাবে এবং ৩১ অগাস্ট দেশে ফেরার কথা রয়েছে। “চীন সরকারের পক্ষ থেকে আমন্ত্রিত হয়ে আমরা সেখানে যাচ্ছি। রাজনীতির বিভিন্ন বিষয় এবং সাংস্কৃতিক আদান-প্রদানের অংশ হিসেবেই আমাদের এই সফর। সেখানে আইসিডিসির সেন্ট্রাল বডি এবং বিভিন্ন প্রাদেশিক বডির সঙ্গে বৈঠক হবে।”
দল গঠনের পর সারাদেশে সফর শেষে বিদেশ সফরের পরিকল্পনা করেছিল এনসিপি। এর অংশ হিসেবে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম প্রথম দেশ হিসেবে শুক্রবার মালয়েশিয়া সফরে গেছেন।