মেক্সিকোতে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান ও ন্যায়বিচারের দাবিতে শনিবার বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। মেক্সিকো সিটি, গুয়াদালাহারা, কর্ডোবা সহ অন্যান্য শহরের সড়কে স্বজন, বন্ধুবান্ধব ও মানবাধিকার কর্মীরা প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন।
মেক্সিকোতে ২০০৭ সালের পর থেকে এক লাখ ৩০ হাজারের বেশি মানুষ নিখোঁজ। অনেককে জোরপূর্বক মাদকের কারবারে নিযুক্ত করা হয়েছে, বাধা দিলে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। বেশিরভাগ ঘটনার জন্য মাদকের কার্টেল দায়ী হলেও নিরাপত্তা বাহিনীও অনেক ঘটনার সঙ্গে যুক্ত।
দেশব্যাপী বিক্ষোভে বিভিন্ন সম্প্রদায় ও পরিবার প্রিয়জনদের ছবি লাগানো প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। রাজধানী মেক্সিকো সিটিতে মিছিলের কারণে প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা ‘বুসকাদোরস’ নামে অনুসন্ধান দল গঠন করে, যেসব দল দুর্গম এলাকা ও মরুভূমিতে প্রিয়জনের খোঁজে অভিযান চালায়। সম্প্রতি হালিস্কো রাজ্যে এমন এক দল অনুসন্ধানে নিখোঁজ হয়। পরে রাজ্য অ্যাটর্নি জেনারেল জানিয়েছে, সেখানে কোনো মৃতদেহ পাওয়া যায়নি।
জাতিসংঘ মেক্সিকোর গুম ও নিখোঁজ ঘটনা ‘বৃহৎ মানবিক ট্র্যাজেডি’ হিসেবে অভিহিত করেছে। এই সংখ্যা লাতিন আমেরিকার অন্যান্য দেশের ভয়াবহ সময়ের চেয়েও বেশি; উদাহরণস্বরূপ, গুয়াতেমালার ৩৬ বছরের গৃহযুদ্ধে প্রায় ৪০ হাজার নিখোঁজ হয়েছিল এবং আর্জেন্টিনার সামরিক শাসনে প্রায় ৩০ হাজার নিখোঁজ হয়েছিল।