ধর্মীয় সহিংসতার `শিকার হয়ে’ আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতে ঢোকা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টানরা পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়াই দেশটিতে থাকার অনুমতি পাবেন।
বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। গেল বছর কার্যকর হওয়া দেশটির নাগরিকত্ব আইন অনুযায়ী এসব ব্যক্তি ভারতের নাগরিকত্বও পাবেন।
সদ্য কার্যকর হওয়া অভিবাসন ও বিদেশি নাগরিক আইনের অধীনে এ আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ আদেশ সংখ্যালঘুদের একটি বড় অংশের জন্য, বিশেষ করে ২০১৪ সালের পর পাকিস্তান থেকে ভারতে আসা ব্যক্তিদের জন্য স্বস্তির খবর হিসেবে বিবেচনা করা হচ্ছে।