বাংলাদেশের বাজারে মিতসুবিশি মোটরস নিয়ে এসেছে নতুন মিতসুবিশি এক্সপ্যান্ডার ব্ল্যাক সিরিজ। সম্পূর্ণ কালো রঙের এই বিশেষ সংস্করনের প্রথম ধরণ হিসেবে বাজারে এসেছে এক্সপ্যান্ডার ম্যাট ব্ল্যাক।
বাংলাদেশে এর বাজারজাতকরী প্রতিষ্ঠান জানিয়েছে, নতুন এই গাড়িতে রয়েছে শক্তিশালী ১.৫ লিটার ডিওএইচসি মাইভেক ইঞ্জিন। এতে ব্যবহার করা হয়েছে স্পোর্টি বডি-কিট। এর ডুয়েল এসআরএস এয়ারব্যাগস, ইবিডি’র সাথে এবিএস, হিল স্টার্ট অ্যাসিস্ট, অ্যাক্টিভ স্টেবিলিটি কন্ট্রোল, রেয়ার পার্কিং সেন্সরস, রেয়ারভিউ ক্যামেরা বৈশিষ্ট্যগুলো ব্যবহারকারীর জন্য আরামের পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করবে।
গাড়ির ভেতরে বা ইন্টেরিয়রে যুক্ত হয়েছে ১০.৩ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ব্লু-টুথ কানেক্টিভিটি, স্টেরিং মাউন্টেড কন্ট্রোলস, মাল্টিপল ইউএসবি পোর্টস এবং প্রিমিয়াম ব্ল্যাক ইন্টেরিয়র ট্রিম।
বহিরঙ্গে বা এক্সটেরিয়রে নতুনত্ব এনেছে এর এলইডি হেডল্যাম্প, ডে-টাইম রানিং লাইট (ডিআরএল), স্টাইলিশ অ্যালয় হুইলস এবং ম্যাট ব্ল্যাক-এর এক্সক্লুসিভ বডি স্টাইলিং।
মিতসুবিশি’র ঢাকা শোরুমে এসে আগ্রহী ক্রেতারা গাড়ির টেস্ট ড্রাইভ দিতে পারবেন। এই গাড়িতে রয়েছে ৫ বছরের ওয়ারেন্টি এবং প্রথম ২ বছরের মধ্যে ৬ বার পর্যন্ত ফ্রি সার্ভিসিং।