সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ, মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত

সিলেটের মোগলাবাজার এলাকায় ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার মোগলাবাজার স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম।

তিনি জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনটির লোকোমোটিভসহ একাধিক বগি লাইনচ্যুত হয়েছে। “ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার ট্রেন আসছে, পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে,” বলেন তিনি।

দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রেল কর্তৃপক্ষ জানায়, উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল পুনরায় শুরু করা যাবে।