ফিলিস্তিনি ছিটমহল গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মিশরের লোহিত সাগর তীরবর্তী অবকাশযাপন শহর শারম আল-শেখে একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মিশরের প্রেসিডেন্টের মুখপাত্র শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, সোমবারের এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পসহ বিশ্বের ২০ জনেরও বেশি নেতা উপস্থিত থাকবেন।
বিবৃতিতে বলা হয়েছে, “এই সম্মেলনের লক্ষ্য গাজা ভূখণ্ডের যুদ্ধটি শেষ করা, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টাগুলোকে শক্তিশালী করা।” এতে আরও উল্লেখ করা হয়েছে, “এই অঞ্চলে শান্তি অর্জনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টিভঙ্গি ও বিশ্বব্যাপী সংঘাত নিরসনে তার নিরলস প্রচেষ্টার ফলশ্রুতিতেই এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।”
মিশরের এই ঘোষণার আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ নিশ্চিত করেছেন যে তিনি এই সম্মেলনে উপস্থিত থাকবেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারও জানিয়েছেন যে তারা শারম আল-শেখের সম্মেলনে যোগ দেবেন।
এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও এ সম্মেলনে অংশ নিচ্ছেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের কোনো প্রতিনিধি উপস্থিত থাকবেন কি না, তা এখনও নিশ্চিত করা যায়নি।
মধ্যপ্রাচ্যের আরও বেশ কয়েকটি দেশের প্রধান এই সম্মেলনে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক এই সম্মেলনের যৌথ সভাপতিত্ব করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি। সম্মেলনে গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ করার উদ্দেশ্যে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।