শারম আল-শেখে সড়ক দুর্ঘটনায় কাতারের আমিরি দিওয়ানের তিন কর্মকর্তা নিহত

মিশরের লোহিত সাগর তীরবর্তী অবকাশযাপন শহর শারম আল-শেখের কাছে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় কাতারের আমিরের প্রশাসনের (আমিরি দিওয়ান) তিন কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার মিশরের কায়রোতে অবস্থিত কাতার দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

দূতাবাসের তথ্যে বলা হয়, এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তারা বর্তমানে শারম আল-শেখের একটি হাসপাতালে চিকিৎসাধীন। রোববারই আহত ও নিহতদের মরদেহ দোহায় পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে দূতাবাস।

মিশরের নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র জানায়, কাতারি কূটনীতিকদের বহনকারী একটি গাড়ি শারম আল-শেখ শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে পৌঁছালে রাস্তার একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। কাতার দূতাবাস ঘটনাটিকে ‘মর্মান্তিক সড়ক দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করে জানায়, নিহত কর্মকর্তারা তাদের দায়িত্বপালনকালে প্রাণ হারিয়েছেন।

সম্প্রতি শারম আল-শেখে কাতার, তুরস্ক ও মিশরের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা চলছিল। এই আলোচনার ফলেই ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে।

সোমবার গাজা যুদ্ধ অবসানে ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী হামাস ও ইসরায়েলের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এই আলোচনা ও চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ কাতারের বহু কর্মকর্তা বর্তমানে মিশরে অবস্থান করছেন।

সোমবার শারম আল-শেখে একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের মাধ্যমে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ অবসানের চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে বলে জানা গেছে। এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পসহ ২০ জনেরও বেশি বিশ্বনেতা উপস্থিত থাকবেন।