রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে একজন পথচারীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম আবুল কালাম (৩৫), তাঁর বাড়ি শরীয়তপুরে।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেওয়া হয়। নিহত ব্যক্তির সঙ্গে থাকা পাসপোর্ট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার পর থেকে পুরো রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। কখন পুনরায় চালু হবে, তা এখনো নিশ্চিত নয়।
এর আগে, গত ১৮ সেপ্টেম্বরও ঢাকা মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। ওই ঘটনার পর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এ সময় বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়। মাত্র এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার এমন দুর্ঘটনা ঘটল।
মেট্রোরেলের উড়ালপথে পিলারের সঙ্গে রাবারের তৈরি বিয়ারিং প্যাড বসানো থাকে, যেগুলোর ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি। এগুলোর সাহায্যে ট্রেনের কম্পন ও চাপ নিয়ন্ত্রণে থাকে। এসব প্যাড ছাড়া ট্রেন চললে উড়ালপথ দেবে যাওয়া বা স্থানচ্যুত হওয়ার ঝুঁকি থাকে। এই কারণেই মেট্রোরেলের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে ডিএমটিসিএল।
