শনিবার লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ ৪-০ গোলে ভালেন্সিয়াকে হারিয়েছে। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের সঙ্গে একটি করে গোল করেছেন জুড বেলিংহ্যাম ও আলভারো কাররেরাস। ভিনিসিয়ুস জুনিয়র পেনাল্টি শট নিলেও গোল করতে পারেননি। ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে রিয়াল শীর্ষে আরও দৃঢ়। এমবাপ্প লা লিগায় টানা আট ম্যাচে গোল করেছেন। ২০২৪-২৫ মৌসুমের ইউরোপিয়ান গোল্ডেন বুট বিজয়ী এবারও লিগের গোলদাতার তালিকায় শীর্ষে আছেন; ১১ ম্যাচে তার গোল ১৩টি। টানা জয়ের আত্মবিশ্বাস নিয়ে মঙ্গলবার রিয়াল চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচ খেলবে লিভারপুলের মাঠে।
একই দিনে ভিয়ারেয়াল ৪-০ গোলে রায়ো ভাইয়েকানোকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২৩। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমেছে।
ইংলিশ প্রিমিয়ার লীগ:
লিভারপুল অ্যানফিল্ডে অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়ে জয় পেয়েছে। দুই অর্ধে একটি করে গোল হয়েছে। মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ লিভারপুলের তৃতীয় খেলোয়াড় হিসেবে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। এর ওপরে আছেন রজার হান্ট (২৮৫) ও ইয়ান রাশ (৩৪৬)। লিভারপুল লিগে টানা চার হারের পর জয়ের স্বাদ পেল। ১০ ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে তারা এখন তিন নম্বরে। বোর্নমাউথ এক ম্যাচ কম খেলে সমান ১৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।
ম্যাচে ভিলা ৫৪% সময় বল দখলে রেখেছিল, ১৬টি শট নিয়েছিল, কিন্তু চারটি শটই লক্ষ্যে পৌঁছেছিল। ভিলার ১০টি শটের মধ্যে তিনটি লক্ষ্যভেদ হয়েছিল। ম্যাচের শুরুতে ভিলার প্রথম সুযোগে মর্গ্যান রজার্সের শট পোস্টে লাগে। ১৯তম মিনিটে ম্যাটি ক্যাশের শট আটকান লিভারপুল গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলি। প্রথমার্ধের যোগ সময়ের প্রথম মিনিটে মার্তিনেসের ভুলে এগিয়ে যায় লিভারপুল। সালাহ গোল করেন। ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। আলেক্সিস মাক আলিস্তেরের পাস থেকে গ্রাভেনবার্চের শট ভিলার খেলোয়াড়ের পায়ে লেগে গোল হয়।
বুন্ডেসলিগা:
বায়ার্ন মিউনিখ গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়া খেলতে নেমেও সাবেক চ্যাম্পিয়ন বায়ার লেভারকুজেনকে ৩-০ গোলে হারিয়েছে। তিনটি গোলই এসেছে প্রথমার্ধে। সের্গে জিনাব্রি বায়ার্নকে এগিয়ে নেন, এরপর নিকোলাস জ্যাকসন ব্যবধান বাড়ান। লেভারকুজেনের একটি আত্মঘাতী গোলও হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্নের ১৫ ম্যাচের সব জয়। বুন্ডেসলিগায় ৯ ম্যাচে ৯ জয় নিয়ে তারা ২৭ পয়েন্টের সঙ্গে শীর্ষে, দ্বিতীয় স্থানে লাইপজিগ ৫ পয়েন্ট কম, আর লেভারকুজেন ১৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে।
