ভারতের দাপুটে জয়: নতুনদের উজ্জ্বলতায় সিরিজে সমতা

প্রথম একাদশে সুযোগ পাওয়া তিন ক্রিকেটারের দুর্দান্ত পারফরম্যান্সে তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। সিরিজের প্রথম দুই ম্যাচে না খেলা অর্শদীপ সিংহ, ওয়াশিংটন সুন্দর এবং জীতেশ শর্মার হাত ধরেই এসেছে ভারতের এই জয়। ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়।

রোববার (২ নভেম্বর ২০২৫) হোবার্টে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় ভারত। শুরুতেই অর্শদীপের আগুনে বোলিংয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ১৪ রানের মধ্যেই দুই ওপেনার ট্রেভিস হেড (৬) ও জস ইংলিস (১) ফেরেন সাজঘরে। বাঁহাতি এই পেসার শুরুর ধাক্কা দেওয়ার পর বরুণ চক্রবর্তী আঘাত হানেন। তিনি আউট করেন অধিনায়ক মিচেল মার্শকে (১১) এবং মিচেল ওয়েনকে (০)।

তবে এরপর ব্যাট হাতে প্রতিরোধ গড়েন টিম ডেভিড ও মার্কাস স্টইনিস। দুজনের ঝোড়ো ব্যাটিংয়ে চেহারা বদলায় অস্ট্রেলীয় ইনিংসের। ৩৮ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ডেভিড, যাতে ছিল ৮টি চার ও ৫টি ছক্কা। স্টইনিসও কম যাননি, ৩৯ বলে ৬৪ রান করেন ৮ চার ও ২ ছক্কায়। শেষদিকে ম্যাথু শর্ট খেলেন ১৫ বলে অপরাজিত ২৬ রানের ইনিংস। নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়া তোলে ৬ উইকেটে ১৮৬ রান। ভারতের হয়ে অর্শদীপ ৩৫ রানে ৩ উইকেট এবং বরুণ ৩৩ রানে ২ উইকেট নেন।

১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতীয় ওপেনাররা শুরুটা ভালো করলেও তা ধরে রাখতে পারেননি। অভিষেক শর্মা ১৬ বলে ২৫ রান করেন (২ চার ও ২ ছক্কা), আরেক ওপেনার শুবমান গিল ফেরেন ১৫ রানে। অধিনায়ক সুরিয়াকুমার যাদব ১১ বলে ২৪ রান করে আউট হন। তিলক বর্মা ২৯ ও অক্সার প্যাটেল ১৭ রান করে ফিরে যান। ১৪৫ রানে ৫ উইকেট হারিয়ে যখন বিপাকে পড়ে ভারত, তখন ক্রিজে আসেন জীতেশ শর্মা ও ওয়াশিংটন সুন্দর।

দু’জনের অনবদ্য ব্যাটিংয়ে জয়ের পথ খুঁজে পায় ভারত। ওয়াশিংটন ২৩ বলে অপরাজিত ৪৯ রান করেন (৩ চার ও ৪ ছক্কা), আর জীতেশ অপরাজিত থাকেন ১৩ বলে ২২ রানে। তাদের ষষ্ঠ উইকেট জুটিতে আসে ম্যাচজয়ী ৪৩ রান।

অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস নেন ৩৬ রানে ৩ উইকেট, স্টইনিস ২২ রানে ১টি ও ব্রাটলেট ৩০ রানে ১টি উইকেট পান।

দু’দলের চতুর্থ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ৬ নভেম্বর।