ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারেজ প্রতিষ্ঠানের মালিকদের সংগঠন—ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর প্রেসিডেন্ট পদে সাইফুল ইসলাম পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক।
২০২৬-২০২৭ মেয়াদের জন্য গঠিত এই কমিটিতে তাঁর সঙ্গে আরও ১৪ জন সদস্য নেতৃত্ব দেবেন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবিএ জানায়, কোনো পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন বোর্ডে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদেরই বিজয়ী ঘোষণা করা হয়েছে।
সংগঠনের অন্যান্য পদে—সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রাইম ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান এবং ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ-আল-তারিক।
পরিচালক পদে বিজয়ী হয়েছেন এবি অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম. রাফিউজ্জামান বোখারী, এস সি এল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইফতেখার জোনায়েদ, আর. এন. ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম, আজম সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কবির মজুমদার এবং নিউ এরা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আর. ওয়াই. শমসের।
এছাড়া ওয়ান সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, জি এম এফ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ আহমেদ, কাইয়ুম সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাঈম মো. কাইয়ুম, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিম, এক্সপো ট্রেডারসের ব্যবস্থাপনা পরিচালক ওসমান গনি চৌধুরী, ফিনিক্স সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার শফিকুর রহিম এবং এসএআর সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমানও নির্বাচিত হয়েছেন।
