ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।
সোমবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশে ধানের শীষের ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেন।
ঘোষিত তালিকায় ঢাকার ১৩টি আসনে প্রার্থীরা হলেন—
ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে খন্দকার আবু আশফাক,
ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনে আমানউল্লাহ আমান,
ঢাকা-৩ (কেরানীগঞ্জ-জিনজিরা) আসনে গয়েশ্বর চন্দ্র রায়,
ঢাকা-৪ (যাত্রাবাড়ি) আসনে তানভীর আহমেদ রবিন,
ঢাকা-৫ (ডেমরা) আসনে নবী উল্লাহ নবী,
ঢাকা-৬ (কোতোয়ালি-সূত্রাপুর) আসনে ইশরাক হোসেন,
ঢাকা-৮ (মতিঝিল-শাহজাহানপুর-রমনা) আসনে মির্জা আব্বাস,
ঢাকা-১১ (বাড্ডা) আসনে এম এ কাইয়ুম,
ঢাকা-১২ (তেজগাঁও) আসনে সাইফুল আলম নীরব,
ঢাকা-১৪ (মিরপুর) আসনে সানজিদা ইসলাম তুলি,
ঢাকা-১৫ (কাফরুল) আসনে শফিকুল ইসলাম খান,
ঢাকা-১৬ (পল্লবী) আসনে আমিনুল হক এবং
ঢাকা-১৯ (সাভার) আসনে দেওয়ান সালাহ উদ্দিন বাবু।
এই তালিকার বাইরে ঢাকার বাকি সাত আসনে বিএনপি এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি।
