মাদারীপুরে বিএনপি মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের সড়ক অবরোধ, টায়ারে অগ্নিসংযোগ

মাদারীপুর-১ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন এক বিএনপি নেতার কর্মী-সমর্থকরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা সড়কে টায়ারে অগ্নিসংযোগ করে প্রতিবাদ জানান। এতে মহাসড়কে যানবাহন চলাচলে সাময়িক স্থবিরতা দেখা দেয়।

খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা ও শিবচর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান শিবচর হাইওয়ে থানার ওসি জহরুল ইসলাম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসন (শিবচর উপজেলা) থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন পাঁচজন প্রার্থী। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত তালিকায় মাদারীপুর-১ আসনে বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান নূরুদ্দিন মোল্লার নাম অন্তর্ভুক্ত করা হয়। এ ঘোষণার পরই মনোনয়ন বঞ্চিত মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভুল চৌধুরীর কর্মী-সমর্থকরা এক্সপ্রেসওয়ে অবরোধ করে কামাল জামানের মনোনয়ন বাতিলের দাবি তোলেন।

ওসি জহরুল ইসলাম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেছে।

মাদারীপুর জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে মাদারীপুর-২ আসনে এখনও প্রার্থী ঘোষণা হয়নি। অন্যদিকে মাদারীপুর-৩ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার।