সংসদ নির্বাচনের দিনেই গণভোট হতে হবে: মির্জা ফখরুল

সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের পক্ষে মত দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সংসদ নির্বাচনের আগে কোনও গণভোট হতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার বিকেলে যশোরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আর টালবাহানা না করে নির্বাচনের তফসিল ঘোষণার ব্যবস্থা করুন। যেগুলো সিদ্ধান্ত হয়েছে, সেগুলো বাস্তবায়ন করুন। যেগুলো হয়নি, সেগুলো সংসদে হবে। অন্যথায় আপনারা ব্যর্থ সরকারে পরিণত হবেন।”

তিনি অভিযোগ করেন, কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চক্রান্ত করছে। “কয়েকটি দল ঘেরাও করছে, অস্থিতিশীল করার চেষ্টা করছে। আবার কেউ কেউ নির্বাচনকে বানচাল ও পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। পরিষ্কারভাবে বলতে চাই, এটা দেশের জনগণ মেনে নেবে না। আমাদেরকে খাটো করে বা অবজ্ঞা করে দেখবেন না। আমরা যদি রাস্তায় নামি, তাহলে পরিস্থিতি ভিন্নভাবে যাবে।”

ঐকমত্য কমিশন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “এমন একটি প্রস্তাব জাতির সামনে আনা হয়েছে, যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি, সেগুলো সই হয়ে গেছে। তারপরও নতুন নতুন প্রস্তাব আনা হচ্ছে এবং আগের সই করা বিষয়গুলো ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোকে হাতের খেলনা বানানো হয়েছে। আমরা প্রতিটি সভায় মতামত দিয়েছি। তাহলে এখন কেন আবার সিদ্ধান্ত নিতে হবে? তাহলে এত দিন আপনারা কী করলেন? প্রভাবের কারণে সঠিক কাজ করেননি।”

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “দয়া করে পানি ঘোলা করার চেষ্টা করবেন না, দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না। নিজেদের ফায়দা হাসিলের জন্য নতুন করে শুরু করতে চাইছেন, যা দেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না।”

সভায় যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অমলেন্দু দাস অপু, মফিকুল ইসলাম তৃপ্তি, ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, সাবিরা সুলতানা মুন্নী, আবুল হোসেন আজাদ এবং রওনকুল ইসলাম শ্রাবণ বক্তব্য রাখেন।

এ সময় প্রয়াত তরিকুল ইসলামের স্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম উপস্থিত ছিলেন।