ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: অনলাইন ও অফলাইনে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য অনলাইন ও অফলাইনে দলীয় মনোনয়ন ফরম বিতরণের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার ঢাকার বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি তাসনিম জারা।

তিনি বলেন, “তিন প্রক্রিয়ায় মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে। আমাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি ফর্ম নেওয়া যাবে; অনলাইনের মাধ্যমে (nomination.ncpbd.org) ফর্ম পূরণ করা যাবে। এছাড়া মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ ১০ বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের মাধ্যমেও মনোনয়ন ফর্ম জমা দেওয়া যাবে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, রংপুর বিভাগে আতিক মুজাহিদ, রাজশাহী বিভাগে ইমরান ইমন, সিলেট বিভাগে এতেশাম হক, ময়মনসিংহ বিভাগে আশিকীন আলম, ঢাকা বিভাগে সাইফুল্লাহ হায়দার, ফরিদপুর বিভাগে নিজামউদ্দিন, চট্টগ্রাম বিভাগে এসএম সুজাউদ্দিন, কুমিল্লা বিভাগে মোহাম্মদ আতাউল্লাহ, খুলনা বিভাগে ফরিদুল হক এবং বরিশাল বিভাগে মুজাহিদুল ইসলাম শাহীন সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ চলবে।

তিনি বলেন, “মনোনয়ন ফর্মের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ১০ হাজার টাকা। তবে জুলাই আহত এবং শ্রমিক, কৃষক, কুলি ও মজুরদের জন্য ফর্মের দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা। কেউ চাইলে এর চেয়ে বেশি দামও দিতে পারবেন।”

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “আমরা ৩০০ আসনে প্রার্থী দেব, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আগেই বিষয়টি স্পষ্ট করেছেন। বিএনপি ও জামায়াত যদি সংস্কার প্রক্রিয়ায় একমত হয় এবং ভবিষ্যতে সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়, তবে আমরা তাদের সঙ্গে জোটে যেতে পারি। তবে বিচার-সংস্কার বিষয়ে সমাধান না হলে কোনো জোটে যাব না।”

সংবাদ সম্মেলনে তাসনিম জারা বলেন, “আমরা চাই সৎ ও যোগ্য মানুষ রাজনীতিতে আসুক। এতদিন গডফাদার ও দুর্নীতিবাজরাই জনপ্রতিনিধি হয়েছেন—এই সংস্কৃতিটা আমরা ভাঙতে চাই। আমাদের লক্ষ্য, এমন মানুষ সংসদে পাঠানো যারা জনগণের সেবাকে রাজনীতির মূল উদ্দেশ্য মনে করবে, রাজনীতিকে কোনো ব্যবসা বা আয়ের পথ হিসেবে নয়।”

সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।