হাছান মাহমুদ ও স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ, গাড়ি জব্দের নির্দেশ আদালতের

অবৈধভাবে সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ও একটি গাড়ি জব্দের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তার স্ত্রী নূরান ফাতেমারও ১২টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আলাদা দুই আবেদনের শুনানি নিয়ে সোমবার এ আদেশ দিয়েছেন।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বলেন, হাছান মাহমুদের নয়টি ব্যাংক হিসাবে ১ কোটি ৫৯ লাখ ৩৯ হাজার ৬৬৪ টাকা রয়েছে। তার স্ত্রীর ১২টি ব্যাংক হিসাবে রয়েছে ১ কোটি ৬১ লাখ ২২ হাজার ৪৬১ টাকা।

দুদকের সহকারী পরিচালক আল-আমিন তাদের ব্যাংক হিসাব ও গাড়ি জব্দের আবেদন করেন।

এদিনই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে একই আদালত। যদিও গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর থেকে তিনি বিদেশে অবস্থান করছেন বলে গুঞ্জন রয়েছে।

ক্ষমতার পট পরিবর্তনের পর দেশে প্রকাশ্যে হাছান মাহমুদকে দেখা যায়নি। গত রোজার ঈদে লন্ডনের একটি মসজিদে নামাজ পড়েন বলে খবর বেরোয়।

এর আগে গত ১৬ জানুয়ারি হাছান মাহমুদ ও তার পরিবারের ৭৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত।