কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রধান বিচারপতি হাই কোর্ট বিভাগের তিন বিচারপতিকে কোনো কারণ দর্শানোর নোটিস দেননি।
মঙ্গলবার আদালতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে প্রধান বিচারপতি কেবল মামলাসংশ্লিষ্ট কিছু তথ্য চেয়েছেন, যা আদালত ব্যবস্থাপনার একটি নিয়মিত দাপ্তরিক প্রক্রিয়া।
দিনের শুরুতে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, বিপুল পরিমাণ জামিন আদেশ দেওয়ার কারণে প্রধান বিচারপতি হাই কোর্টের তিন বিচারপতিকে শোকজ নোটিস পাঠিয়েছেন। ওই তিন বিচারপতি হলেন—আবু তাহের সাইফুর রহমান, মোস্তফা জামান ইসলাম ও জাকির হোসেন।
বিকেলে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে স্পষ্ট করা হয়, “কোনো বিচারপতিকে শো-কজ বা কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়নি। বরং প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে মামলা সংক্রান্ত কিছু তথ্য চাওয়া হয়েছে, যা আদালতের অভ্যন্তরীণ যোগাযোগের একটি নিয়মিত বিষয়।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংবাদে ব্যবহৃত তথ্য বিকৃত ও ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এটি ছিল সম্পূর্ণ গোপনীয় এক ধরনের আদালতের অভ্যন্তরীণ যোগাযোগ (প্রিভিলেজড কোর্ট কমিউনিকেশন)।
এ বিষয়ে গণমাধ্যমের উদ্দেশে সুপ্রিম কোর্টের পরামর্শ—আদালত-সংক্রান্ত সংবাদ প্রচারের আগে বিষয়টির সত্যতা যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে প্রতিবেদন প্রকাশ করতে হবে, যাতে বিচার বিভাগের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে এবং সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়।
