মার্কো রুবিওর সঙ্গে মুহাম্মদ ইউনূসের টেলিফোন আলাপ, দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ১৫ মিনিটব্যাপী এই কথোপকথন অনুষ্ঠিত হয়। আলোচনাটি ছিল আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক, যা দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে জানানো হয়, আলোচনায় অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে উভয় পক্ষ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এর আগে, গত শনিবার প্রধান উপদেষ্টার দপ্তর জানায়, বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা সম্পূরক শুল্ক ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতা চূড়ান্ত করতে আলোচনা চলছে। এই বিষয়ে ওয়াশিংটনে বৃহস্পতিবার এক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির সহকারী বাণিজ্য প্রতিনিধি।

এই আলোচনার প্রেক্ষাপটেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপের বিষয়টি উঠে এসেছে।