জুলাই অভ্যুত্থান স্মরণে ‘এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিল

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ‘এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার এ সিদ্ধান্ত জানান অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

নিজের ফেইসবুক পোস্টে তিনি লিখেন, “জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটা কর্মসূচি নিয়ে আমাদের পরিকল্পনা পর্যায় থেকেই দ্বিধা ছিলো… এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট গ্রেট আইডিয়া না, সম্ভবত।”

গত ২৪ জুন ‘জুলাই স্মৃতি উদ্যাপন অনুষ্ঠানমালা’ শিরোনামে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত অনুষ্ঠেয় কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে ১৮ জুলাই প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল, যা আওয়ামী লীগ সরকারের আমলে ইন্টারনেট শাটডাউনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে বিবেচিত হচ্ছিল।

তবে এই কর্মসূচির যৌক্তিকতা নিয়ে অনলাইন ফ্রিল্যান্সারসহ বিভিন্ন প্রযুক্তিপেশাজীবী মহলে সমালোচনা ওঠে। তারা উদ্বেগ প্রকাশ করেন, এমন কর্মসূচি বাস্তবিক দিক থেকে বিভ্রান্তি ও ক্ষতির কারণ হতে পারে।

সমালোচনার প্রেক্ষিতে ফারুকী বলেন, “আমরা নিজেদের মধ্যে দ্রুত সভা করে সিদ্ধান্ত নিয়েছি—এক মিনিট প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না।” তবে তিনি নিশ্চিত করেন, জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানের অন্যান্য কর্মসূচি অপরিবর্তিত থাকবে।