চাটমোহরে শিক্ষকের চড়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর নাক ফাটল

পাবনার চাটমোহরে শিক্ষক হাফিজুর রহমানের চড়ে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর নাক ফেটে গেছে। আহত শিশুটি সোয়াদ হোসেন (৮) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বুধবার সকালে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কানাইয়ের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত সোয়াদ কানাইয়ের চর গ্রামের মুকুল হোসেনের ছেলে। বিদ্যালয় ও স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ক্লাস চলাকালে শিক্ষক হাফিজুর রহমানের অনুমতি নিয়ে বাইরে যায় সোয়াদ। ফিরতে দেরি হওয়ায় শ্রেণিকক্ষে ঢোকার সময় ক্ষুব্ধ হয়ে তাকে চড় মারেন শিক্ষক। চড়টি সরাসরি নাকে লাগলে রক্তক্ষরণ শুরু হয়।

পরিবারের সদস্যরা জানান, প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলেও রক্ত বন্ধ না হওয়ায় পরে হাসপাতালে ভর্তি করতে হয়।

শিশুটির বাবা মুকুল হোসেন বলেন, “শিক্ষক শাসন করতেই পারেন, কিন্তু রক্তাক্ত করার মতো মারধর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এর বিচার চাই।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, “আমি ঘটনাটির সময় স্কুলে ছিলাম না। পরে শুনে সোয়াদের বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

অভিযুক্ত শিক্ষক হাফিজুর রহমান বলেন, “সোয়াদ বারবার বাইরে যাচ্ছিল। আমি চড় মারতে গেলে সেটা নাকে লাগে। এটি অনিচ্ছাকৃত, আমি দুঃখিত।”

চাটমোহর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, “ঘটনাটি দুঃখজনক। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”