রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।

রোববার বেলা ১২টার দিকে কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টের হাট এলাকায় এ ঘটনা ঘটে বলে রাউজান থানার উপপরিদর্শক (এসআই) হোসেন ইবনে নাইম জানিয়েছেন।

নিহত ৩৮ বছর বয়সী মোহাম্মদ সেলিম কদলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শমসের পাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

এসআই হোসেন ইবনে নাইম বলেন, “মোটরসাইকেলে করে ঈশান ভট্টের হাটে আসা সেলিমকে লক্ষ্য করে গুলি করে কয়েকজন পালিয়ে যায় বলে আমরা স্থানীয়দের কাছ থেকে জেনেছি।”

আহত অবস্থায় সেলিমকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, এলাকায় ‘আধিপত্য বিস্তার’ নিয়ে এ ঘটনা ঘটতে পারে।

ময়নাতদন্তের জন্য সেলিমের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।