ভারতের রাজস্থানে বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে একাধিক গণমাধ্যম।
বুধবার স্থানীয় সময় দেড়টার কিছু পরে চুরু জেলার বন্দনা গ্রামের কাছে এ ঘটনায় দুই বৈমানিক নিহত হয়েছেন বলে বিমান বাহিনী নিশ্চিত করেছে।
প্রতিরক্ষা সূত্রের বরাতে জানানো হয়, বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি দুই আসনবিশিষ্ট ছিল। বিমান বাহিনী ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠিয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
চলতি বছর এ নিয়ে ভারতের তিনটি জাগুয়ার বিমান দুর্ঘটনায় পড়ল। প্রথমটি হয়েছিল ৭ মার্চ, হরিয়ানার পাঁচকুলায়; আরেকটি ২ এপ্রিল গুজরাটের রামনগরের কাছে।
বুধবারের বিমানটি রাজস্থানের সুরাটগড় বিমান ঘাঁটি থেকে উড়েছিল। এটি নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে ঘাঁটি ছেড়েছিল বলে জানিয়েছে বিমান বাহিনী।
দুই ইঞ্জিনবিশিষ্ট জাগুয়ার যুদ্ধবিমানের এক আসন ও দুই আসনবিশিষ্ট দুটি সংস্করণ আছে। পুরনো হলেও এ বিমানগুলো ভারতীয় বিমান বাহিনীতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এবং গত কয়েক বছরে এগুলোকে আধুনিকায়ন করা হয়েছে।
ভারতের কাছে আনুমানিক ১২০টি সচল জাগুয়ার যুদ্ধবিমান রয়েছে, যা ছয়টি স্কোয়াড্রনে বিভক্ত হয়ে পরিচালিত হয়।