চট্টগ্রামের হালিশহরে নালায় পড়ে তলিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার দুপুরে হালিশহরের আনন্দপুর তাসফিয়া গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
প্রায় তিন বছর বয়সী কন্যা শিশুর তাৎক্ষণিক কোনো পরিচয় পাওয়া যায়নি।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের লিডার কামরুল ইসলাম বলেন, যে নালাটিতে শিশুটি পড়ে যায় সেটিতে উপরে স্ল্যাব বসানো ছিল। তবে একটি জায়গায় সড়কের পানি নালায় প্রবেশের জন্য স্ল্যাবটি তোলা ছিল, সেখান দিয়েই শিশুটি নালায় পড়ে যায়।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলের প্রায় ৩০ গজ দূরে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ঘটনাস্থলে যাওয়া হালিশহর থানার এসআই ইমন দত্ত বলেন, তারা শুনেছেন শিশুটি বল নিতে গিয়ে নালায় পড়ে যায়।
“পানির স্রোতের কারণে নাকি অন্য কোনোভাবে পড়েছে, সেটি আমরা খুঁজে দেখছি।”
শিশুর পরিবারের সদস্যদেরও ঘটনাস্থলে পাওয়া যায়নি।