ডেমরায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

রাজধানীর ডেমরার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ডেমরার ভট্টচত্বর এলাকার ৮ নম্বর সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম, দুজনের বয়স ২৬ বছর। রফিকুলের বাড়ি কুড়িগ্রামের কচাকাটা থানার মীরকা বাড়ি গ্রামে। শফিকুল একই গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে। তারা দুজনই ওই নির্মাণাধীন ভবনের পাশেই থাকতেন।

রফিকুলের বাবা ও নির্মাণাধীন ভবনটির সহঠিকাদার ইউসুফ আলী বলেন, “ভবনের নিচতলায় কাজ করার সময় রড বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে দুইজন অচেতন হয়ে পড়ে।”

তাদের উদ্ধার করে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন।