সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে আনবেন সিলেটের নতুন জেলা প্রশাসক

সিলেটের নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ এলাকায় পাথর লুট রোধ এবং প্রাকৃতিক অবস্থা পুনরুদ্ধারের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে দায়িত্ব নেন তিনি। এরপর দুপুরে সরাসরি সাদাপাথর এলাকায় পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে জেলা প্রশাসক বলেন, “সাদাপাথর থেকে আর একটি পাথরও চুরি হবে না। এটি আগের রূপে ফিরিয়ে আনতে যা যা প্রয়োজন, তা করা হবে। যারা এই লুটের সঙ্গে জড়িত, কেন এবং কিভাবে হয়েছে, সেগুলোও খতিয়ে দেখা হবে।” তিনি আরও জানান, পাথর লুণ্ঠনের প্রতিরোধে আরও কঠোর নজরদারি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জব্দকৃত লুণ্ঠিত পাথরগুলো খুঁজে বের করে পুনঃপ্রতিস্থাপন করা হবে। আশা প্রকাশ করেছেন, কয়েক দিনের মধ্যে সাদাপাথর আগের অবস্থায় ফিরে আসবে।

দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই জেলা প্রশাসক অবৈধ পাথর এবং স্টোন ক্র্যাশার মিলের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। পরিদর্শন শেষে বিকালে কোম্পানীগঞ্জ উপজেলার তিনটি ক্র্যাশার মিল থেকে অবৈধ পাথর জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া বলেন, “অবৈধভাবে পাথর রাখার দায়ে জেলা প্রশাসক এসব মিল থেকে পাথর জব্দের নির্দেশ দিয়েছেন। জব্দকৃত পরিমাণ পরিমাপের পর জানা যাবে।”

জেলা প্রশাসক সারওয়ার আলম জানিয়েছেন, পাথর লুণ্ঠনের কারণ চিহ্নিত করে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা হবে। তিনি তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন—লুণ্ঠিত পাথর উদ্ধার ও পুনঃপ্রতিস্থাপন, জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে লুণ্ঠন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া।

নিজের অগ্রাধিকার বিষয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা, পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য—এই বিষয়গুলো তার মূল ফোকাসে থাকবে। সিলেটের প্রকৃতির সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন জেলা প্রশাসক।