- শিক্ষার্থী ও যাত্রী সংগঠন প্রতিবাদে মানববন্ধন, ভাড়া কমানোর দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ঢাকা-নারায়ণগঞ্জ নন-এসি বাসের ভাড়া আবারও ৫ টাকা বৃদ্ধি করে ৫৫ টাকা নির্ধারণ করেছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় এই সিদ্ধান্ত ঘোষণা করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। তিনি জানান, বৃহস্পতিবার থেকে নতুন ভাড়া কার্যকর হবে।
পরিবহন মালিকদের তথ্য অনুযায়ী, ঢাকা-নারায়ণগঞ্জ পথে আগে কয়েকটি পরিবহনের বাস চললেও বর্তমানে সিটি বন্ধন পরিবহন ও উৎসব ট্রান্সপোর্টের শতাধিক বাস চলাচল করছে। কোভিডের সময়ে ৪৫ টাকার ভাড়া একলাফে ৬০ টাকা করা হয়েছিল, পরে তা কমিয়ে ৫৫ টাকা নির্ধারণ করা হয়।
গত বছর বাসভাড়া কমানোর দাবিতে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের নেতৃত্বে আন্দোলন হয়। তখন জেলা প্রশাসক বাসভাড়া কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করেছিলেন। নয় মাসের মাথায় ফের ভাড়া বৃদ্ধি হওয়ায় রাজনৈতিক, নাগরিক, ছাত্র ও পেশাজীবী সংগঠনগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, “কোনো ধরনের পর্যালোচনা না করেই বাস-মালিকদের দাবি মেনে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ যাত্রীদের স্বার্থ বিবেচনায় আনা হয়নি।”
যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি বলছেন, “ভাড়া বৃদ্ধি অন্যায় ও অযৌক্তিক। তেল ও ডিজেলের দাম কমেছে, সরকারি কোনো নির্দেশনা নেই। আমরা বিষয়টি নিয়ে কর্মসূচি ঘোষণা করব।”
অন্যদিকে, বাস-মালিক সমিতির সভাপতি রওশন আলী জানান, “যাত্রীদের সুবিধার্থে সিট সংখ্যা কমানো হয়েছে, হিসাব করলে আরও বেশি ভাড়া হওয়া উচিত ছিল। জেলা প্রশাসক ৫৫ টাকা নির্ধারণ করেছেন, আমরা মেনে নিয়েছি।”
জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম বলেন, “বাস-মালিকরা একমাস ধরে ভাড়া না বাড়ালে বাস বন্ধের হুমকি দিচ্ছিল। সিট সংখ্যা কমানো ও অন্যান্য বিবেচনায় ভাড়া ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য সপ্তাহে সাত দিন অর্ধেক ভাড়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।”
বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থী ও জনতা মানববন্ধন করে বাসভাড়া কমানোর দাবি জানায়। তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ভাড়া কমানো না হলে শহরে অবরোধ কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছে।