দিনাজপুরের বিরল উপজেলায় ‘জীবন মহল’ নামের একটি বিনোদন পার্কে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটা থেকে ঘণ্টাব্যাপী এ সহিংসতায় একজন সংবাদকর্মীসহ অন্তত ১২ জন আহত হন। ভাঙচুর করা হয়েছে দুটি মাইক্রোবাস ও পাঁচ সংবাদকর্মীর মোটরসাইকেল। পরে পুলিশ ও সেনাসদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এর আগে ১৭ আগস্ট পার্কে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এবং মালিক আনোয়ার হোসেন ওরফে জীবন চৌধুরীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
আজ বিকেলে আনোয়ার হোসেনের সমর্থকেরা ‘অপপ্রচারের প্রতিবাদে’ সমাবেশ ডাকেন, অপরদিকে স্থানীয় লোকজন তাঁর গ্রেপ্তারের দাবিতে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ আহ্বান করেন। বেলা তিনটার দিকে দুই পক্ষের সংঘর্ষে লাঠিসোঁটা ও ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। এ সময় কিছু লোক পার্কে ঢুকে লুটপাট ও অগ্নিসংযোগ করে।