বহিরাগত হামলার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে, কারণ শিক্ষক ও কর্মকর্তাদের অবরুদ্ধ অবস্থায় বহিরাগতরা হামলা চালিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবদুল আলীম জানান, রাত ৯:৩০টায় জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে।

সব শিক্ষার্থীকে সোমবার সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ভেটেরিনারি ও পশু পালন অনুষদের শিক্ষার্থীরা প্রায় এক মাস ধরে ‘কম্বাইন্ড ডিগ্রি’র দাবিতে আন্দোলন করে আসছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভোটাভুটি অনুষ্ঠিত হলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

রোববার দুপুরে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ভিসিসহ প্রায় ২০০ শিক্ষক-কর্মকর্তাকে আটকে রেখেছিলেন শিক্ষার্থীরা। বিষয়টি সমাধানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যাম্পাসে ছুটে যান। সন্ধ্যায় ২৫০–৩০০ জন বহিরাগত দেশি অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া দিলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং তালা ভেঙে শিক্ষক ও কর্মকর্তারা বের হন। এ ঘটনায় সাংবাদিক ও শিক্ষার্থীসহ কমপক্ষে ১০ জন আহত হন।

কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে, তবে শিক্ষকরা অবরুদ্ধ থাকায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। আমরা বিষয়টি সমাধানে কাজ করছি।”