বিচার বিভাগের নিয়ন্ত্রণ ফের সুপ্রিম কোর্টের হাতে

বিচার বিভাগের কর্মকর্তাদের পদায়ন, বদলি, পদোন্নতি, ছুটি ও শৃঙ্খলাবিষয়ক নিয়ন্ত্রণ নির্বাহী বিভাগের পরিবর্তে আবারও সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একই সঙ্গে তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনেরও আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ সংবিধানের ১১৬ অনুচ্ছেদকে মূল অবস্থায় ফিরিয়ে আনার রায় ঘোষণা করেন।

জনস্বার্থে করা মামলায় আইনজীবী সাদ্দাম হোসেনসহ কয়েকজন আবেদনকারী ছিলেন। তাঁদের পক্ষে শুনানি করেন মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানসহ অন্যরা। ইন্টারভেনরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও মাহিউদ্দিন। আদালতের সহায়তাকারী ছিলেন শরীফ ভুঁইয়া।

রায়ের বিষয়ে অ্যামিকাস কিউরি শরীফ ভুঁইয়া জানান, ১১৬ অনুচ্ছেদে আনা সংশোধনীগুলো বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী অধস্তন আদালতের নিয়ন্ত্রণ এখন সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত হলো।