রাজস্ব খাত সংস্কারে সংশোধিত অধ্যাদেশ জারি

বহুল আলোচিত রাজস্ব খাতের সংস্কারের সংশোধিত অধ্যাদেশ জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। সোমবার প্রকাশিত এই অধ্যাদেশের নাম ‘রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’। আগের অধ্যাদেশ থেকে মোট ১১টি সংশোধন আনা হয়েছে।

প্রধান সংশোধনীর মধ্যে রয়েছে, রাজস্বনীতি বিভাগে সচিব পদে এমন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে যিনি রাজস্ব খাতের অভিজ্ঞ ও যোগ্য।

গত ১২ মে মূল অধ্যাদেশ জারি হলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা প্রায় দেড় মাস ধরে এর বিরোধিতা করে আন্দোলন করেন। জুনের শেষ দিকে শুল্ক ও কর কার্যালয়গুলোতে কার্যত কাজ বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীদের মধ্যস্থতায় আন্দোলন স্থগিত হলেও এরপর এনবিআরে বদলি, বরখাস্তসহ নানা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

অধ্যাদেশ সংশোধনের লক্ষ্যে গত ২৯ জুন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির সুপারিশ অনুযায়ী নতুন সংশোধনী আনা হয়েছে।