ডাকসু নির্বাচনের এক প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। তারা হুমকিদাতাকে দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি অ্যাকাডেমিক শাস্তির দাবিও তুলেছে।
মঙ্গলবার দুপুরে টিএসসি থেকে শুরু হওয়া মিছিল উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা ‘এসো ভাই, এসো বোন, গড়ে তুলি অঙ্গীকার’; ‘আলী হুসেনের ছাত্রত্ব বাতিল করতে হবে’; ‘নিপীড়কের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
রোকেয়া হল ছাত্রদলের আহ্বায়ক শ্রাবণী আক্তার বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী অন্য শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দিতে পারে না। রাজনীতিতে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ ডাকসু প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রোববার হাই কোর্টে রিট আবেদন করেন। তিনি দাবি করেন, ৫ অগাস্টের আগে ফরহাদ ছাত্রলীগের কমিটিতে ছিলেন; তবুও তিনি কীভাবে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী হলেন, তা প্রশ্নবিদ্ধ। সোমবার হাই কোর্ট শুনানি শেষে ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করেন। ঘণ্টা খানেকের মধ্যে আপিল বিভাগের চেম্বার আদালত আদেশ স্থগিত করে।